ওয়েব সিরিজে অজয়ের পারিশ্রমিক ১২৫ কোটি
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৮:০৭:০৪
স্ট্রিমিং প্ল্যাটফর্মে নাম লেখালেন বলিউড তারকা অজয় দেবগণ। ব্রিটিশ ওয়েব সিরিজ ‘লুথার’ অবলম্বনে নির্মিতব্য ‘রুদ্র’ দিয়েই ডিজিটাল মাধ্যমে তার অভিষেক হচ্ছে।
ডিজনি হটস্টারের এই সিরিজের শুটিং হবে টানা দুই মাস। সিরিজের জন্য অজয়ের দাবি করা পারিশ্রমিক একদমই আকাশছোঁয়া।
জানা গেছে, শেষ ছবি ‘তানাজি’র তুমুল সাফল্যের পর নতুন ওয়েব সিরিজের জন্যে ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অজয়। এর সঙ্গে যুক্ত আছে প্রোমো শুট, সোশ্যাল মিডিয়া পোস্ট, রিয়্যালিটি শো-এ উপস্থিতি।
সব মিলিয়ে অ্যাপিসোড পিছু দুই কোটি রুপি চান অজয় দেবগণ।
এপ্রিলে ইনস্টাগ্রামে ওয়েব সিরিজের ঘোষণা দেন অজয়। প্রকাশ হয় টিজারও। এরপর অনেকটা সময় গুঞ্জনের বাইরে ছিল এ প্রকল্প। সম্প্রতি পারিশ্রমিক নিয়ে আবারও এলো আলোচনায়।
এ দিকে ‘রুদ্র’ দিয়ে অভিনয়ে ফিরছেন ধর্মেন্দ্র ও হেমা মালিনির মেয়ে এষা দেওল। এক দশকেরও বেশি সময়ের ব্যবধানে অজয়ের সঙ্গে দেখা যাবে তাকে।
উচ্ছ্বসিত এষা দেওল বলেন, “একজন অভিনেতা হিসেবে আমি সব সময় এমন চরিত্র করতে চাই যা আমাকে নতুন কিছু আবিষ্কারের সুযোগ দেবে। ‘রুদ্র’ সিরিজে এমন অনেক কিছুই রয়েছে যা ভারতীয় প্রেক্ষাপটে আগে কখনো হয়নি।”
রাজেশ মাপুস্কার পরিচালিত ‘রুদ্র’র প্রিমিয়ার হবে চলতি বছরের শেষ দিকে।