মুখ্যমন্ত্রী মমতাকে ৫ লাখ রুপি জরিমানা কলকাতা হাইকোর্টের
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২১, ৬:৪১:৪৭
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ৫ লাখ রুপি জরিমানা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
নন্দীগ্রাম ইস্যুতে মমতা যেভাবে আইনি পদক্ষেপ নিয়েছেন সেটি পছন্দ না হওয়ায় বিচারপতি কৌশিক চন্দ এই জরিমানা করেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে পরাজয় এখনো মেনে নেননি মুখ্যমন্ত্রী মমতা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি।
এরপর কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে সেই বেঞ্চ থেকে বিচারপতি কৌশিক চন্দকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিচারপতিই ৫ লাখ রুপি জরিমানা করেছেন মমতাকে।
নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, যেভাবে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে জন্য মমতাকে জরিমানা করা হয়েছে।
বিচারপতির অভিযোগ, বিচারব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। সে জন্যই এই জরিমানা। রাজ্য বার কাউন্সিলে জরিমানার টাকা জমা দিতে হবে। জরিমানার অর্থ কভিড চিকিৎসায় ব্যবহৃত হবে।
বিচারপতি সরে দাঁড়ানোয় মামলাটি কোন বেঞ্চে যাবে, তা এবার ঠিক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মাস্টার অফ রোস্টার হিসেবে তাকে এই কাজ করতে হবে।
বিচারপতির বক্তব্য, তার বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে, তার জন্য তিনি সরছেন না। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তিনি সরে দাঁড়াচ্ছেন।
মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, বিচারপতি আগে আইনজীবী হিসেবে বিজেপির হয়ে মামলা লড়তেন। অর্থাৎ বিচারপতির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক পক্ষপাতিত্বের ইঙ্গিত করা হয়েছিল।