ওসমানী হাসপাতালে আরেক লাশের পরিচয় মিলছে না
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ৮:৩৩:১৮
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবার মারা যাওয়া এক পুরুষের পরিচয় মিলছে না। এর আগে গত ২৮ জুন এই হাসপাতালে মারা যাওয়া এক নারীর লাশেরও পরিচয় মেলেনি। এক সপ্তাহের ব্যবধানে দুটি লাশের পরিচয় নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জুন সাজিদ আহমদ নামে ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ওসমানী হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে যান। গত রোববার তিনি মারা যান। তার গায়ের রং শ্যামলা। মাথায় সাদা-কালো ছোট চুল ও মুখে সাদা দাড়ি রয়েছে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। পরনে নীল রঙের একটি গেঞ্জি আছে। গত দু’দিনেও তার নাম-ঠিকানা জানা যায়নি।
লাশের পরিচয় কারও জানা থাকলে কোতোয়ালি থানার এসআই তজম্মুল আলীর সঙ্গে (মোবাইল ফোন নম্বর ০১৭৩৮-৭৪৭২৬২) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২৮ জুন দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় জকিগঞ্জ সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক নারীর মৃত্যু হয়। লাশের পরিচয় বের করতে পুলিশ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
লাশ দুটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।