হবিগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৪৬.১ শতাংশ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৭:৫৩:৪৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একদিনে ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে সিলেট থেকে আসা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। শনাক্তের হার ৪৬.১ শতাংশ। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সিলেট থেকে আসা প্রতিবেদনে ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ২৩ জন, চুনারুঘাটে ১২ জন, মাধবপুরে ৭ জন, বাহুবলে ৬ জন, নবীগঞ্জে ৪ জন, বানিয়াচংয়ে ১ জন ও আজমিরীগঞ্জে ১ জন রয়েছেন।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯২ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন ও মৃত্যুবরণ করেছেন ২১ জন।