আমির খানের দ্বিতীয় সংসারও ভাঙল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২১, ৬:৫৩:২৩
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন বলিউড দম্পতি আমির খান ও কিরণ রাও। শনিবার যৌথ বিবৃতিতে দিয়ে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন তারা।
তবে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও একে অপরের পরিবারের অংশ হয়ে থাকবেন বলে জানান তারা। পাশাপাশি তাদের একমাত্র সন্তান আজাদ খানের দেখভালের দায়িত্ব থাকবে দুজনের কাঁধেই।
শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাদার জীবনেও তাদের পার্টনারশিপ আগের মতোই থাকবে বলে জানিয়েছেন ‘প্রাক্তন’ হতে যাওয়া এ জুটি। পানি ফাউন্ডেশনসহ বাকি সব প্রজেক্টে একসঙ্গেই কাজ করবেন আমির-কিরণ।
যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘একসঙ্গে কাটানো ১৫টা বছর আমরা আজীবনের জন্য অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সেখানে আমরা স্বামী-স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব।’
আমির খান-কিরণ ২০০৫ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তাদের ঘরে আসে পুত্রসন্তান আজাদ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ওই ঘরে রয়েছে তাদের দুই সন্তান, ইরা খান ও জুনাইদ খান।