জগন্নাথপুরে কঠোর লকডাউনের ২য় দিনে রাস্তাঘাট ছিল ফাঁকা
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ৮:২৫:৪৯
জগন্নাথপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালে গতকালের তুলনায় বেশি ফাঁকা ছিল জগন্নাথপুর পৌর এলাকার সড়ক। রিকশা ও ব্যক্তিগত গাড়ি ছিল একেবারেই হাতেগোনা।
জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট, জগন্নাথপুর পশ্চিম বাজার রোড, জগন্নাথপুর টু সুনামগন্জ রাস্তা, জগন্নাথপুর টু সিলেট রাস্তা, এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা কিছুটা বেশি চোখে পড়েছে। সকালের দিকে গণমাধ্যমসহ বিভিন্ন জরুরি সেবা প্রতিষ্ঠানের যানবাহন যাতায়াত করতে দেখা গেছে। চলেছে পণ্যবাহী কিছু যানবাহন।
এদিকে, গতকাল যারা বিনা কারণে বের হয়েছেন তাদের অনেককেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অথবা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে। এছাড়া লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, ‘লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। যৌক্তিক কারণ ছাড়া বের হওয়া যাবে না, অযথা ঘোরাফেরা করা যাবে না। মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।’
এদিকে, গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি। তবে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।