চিত্রনায়িকা পরীমণিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ৮:১৬:৩৪
নিজের দায়ের করা মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় গিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
আজ রবিবার দুপুরে সাভার মডেল থানায় এসে পৌঁছান তিনি। পরীমণি থানায় প্রবেশ করার পর থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মূল ফটক আটকে দিয়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমণি সাভার থানায় এসেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
গত ৮ জুন রাতে পরীমণি ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগে তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।