যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২৩ জনের, শনাক্ত ১৮,২৭০
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২১, ১:১০:৫৩
লন্ডন অফিস : যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেডেছে। যা গত ৫ ফেব্রুয়ারীর পর সর্বাধিক। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮,২৭০ জন। গতকাল শুক্রবার ছিল ১৫,৮১০ জন ও বৃহস্পতিবার ১৬,৭০৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪৭ লাখ ১৭ হাজার ৮১১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১,৫০৫ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে । গতকাল শুক্রবার মৃত্যু হয় ১৮ জনের, বৃহস্পতিবার মারা যান ২১ জন ও বুধবার মুত্যু হয় ১৯ জনের । মোট মৃত্যুর সংখ্যা দাড়িযেছে ১ লাখ ২৮ হাজার ৮৯ জনে।
দেশটিতে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২৪৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ২২ লাখ ৪৪ হাজার ২২৩ জন।