কমলগঞ্জে চায়ের দোকানে পিকআপ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২১, ১১:২৪:০৩
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে চায়ের দোকানে পিকআপ ঢুকে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় দোকানে চা খাওয়ায় থাকা আরও ৯ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২২জুন) সন্ধ্যায় উপজেলার আলিনগর ইউনিয়নের চিৎলীয়া আমতলা বাজারে ড্রাইভিং শিখতে গিয়ে একটি খালি মাহেন্দ্র পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিৎলীয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহেদ মিয়া (৪৮) মঙ্গলবার সন্ধ্যায় তার ক্রয়কৃত মাহেন্দ্র পিকআপ (নং মৌলভীবাজার মেট্রো ঘ-১১-৫৩২৬) চালানো শিখতে চিৎলীয়া আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি তাজই মিয়ার হোটেলের বারান্দা ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে হোটেলে বসে থাকা জায়ফর মিয়া (৭৫) সামছু মিয়া (৩৮) জুম্মান মিয়া (১৮) আলাল মিয়া (৩৫) শাহজান মিয়া (৪৫) ও চা দোকানী তাজই মিয়া (৪৮) এবং অজ্ঞাত আরও তিন জনসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি বৃদ্ধ জায়ফর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়ফর মিয়াকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাহেন্দ্র পিকআপ পুলিশ আটক করেছে। তবে গাড়ির চালক পলাতক রয়েছেন।