আমাকে জোর করে অন্তঃসত্ত্বা বানাবেন না: পুনম পাণ্ডে
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২১, ৯:৪৮:০৮
ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে মা হতে চলেছেন-এমন গুঞ্জন উঠেছে সম্প্রতি। ‘নেশা’খ্যাত অভিনেত্রী এসব গুঞ্জনের প্রতিবাদ জানালেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি বললেন, ‘জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না। একজন নারীর এটি খুশির সংবাদ। কিন্তু আমার জন্য নয়, কারণ আমি অন্তঃসত্ত্বা নই।’
তিনি আরও বলেন, ‘একবার জিজ্ঞেস তো করে নেবেন! আমার জীবনের সবকিছু খোলা বইয়ের মতো। অন্তঃসত্ত্বা হলে মিষ্টি বিতরণ করব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। ‘নাশা’, ‘ট্রিপ টু ভানগড়’, ‘আ গায়া হিরো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন তিনি। যদিও পরবর্তী সময়ে তাদের মনোমালিন্য দূর হয়ে যায়। সম্প্রতি শোনা যায়, স্যামের সন্তানের মা হতে চলেছেন পুনম। ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি।