সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শফি চৌধুরী বিএনপি থেকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২১, ১:৫৯:৪৭
স্টাফ রিপোর্টার : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শফী আহমদ চৌধুরীকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার রাতে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয় নাই বিধায় তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় ফেলেছিলেন সাবেক এমপি, বিএনপির এই নেতা।