সমালোচনা আমাকে শক্তিশালী করে তোলে, বললেন পরীমণি
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২১, ৮:০৬:০৬
হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় বেশ ধকল যাচ্ছে পরীমণির ওপর দিয়ে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এই চিত্রনায়িকা কিছুটা মানসিক চাপেও আছেন। জানালেন শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
এদিকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনাও চলছে। এসব সমালোচনার ব্যাপারে নিজের ভ্যরিফায়েড ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। পরীমণি বলেন, সমালোচনাকে আমি পছন্দ করি। সব সময় সমালোচনা আমাকে শক্তিশালী করে তোলে।’
উল্লেখ্য, গত ৯ জুন উত্তরা বোট ক্লাবের পরিচালক নাসির ইউ মাহমুদ ও ব্যবসায়ী অমি পরীমণিকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টা করে। ১৩ জুন পরীমণি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখেন। পরে সেদিন রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ অমি, নাসিরসহ তিন নারীকে গ্রেপ্তার করে।
এদিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর গুলশানের একটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠে পরীমণির বিরুদ্ধে। বুধবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমণি। পরীমণি বলেন, কাল যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তখনো আমি অসুস্থ ছিলাম। অসুস্থ শরীর নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলি। আজ শরীরটা বেশি দুর্বল। বেশি খারাপ লাগছে।’