যে ছবি নিয়ে এখনো আফসোস করেন মার্টিন স্করসিস
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২১, ৯:৫৫:৪৯
হলিউডের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে অন্যতম মার্টিন স্করসিসের ‘ট্যাক্সি ড্রাইভার’। অথচ এই ছবি নিয়ে এখনো আফসোস রয়ে গেছে নির্মাতার। আমেরিকান লেখক ফ্র্যান লেবোউইটজের সঙ্গে স্করসিসের বন্ধুত্ব বহু বছরের। লেখক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবির চূড়ান্ত সম্পাদনা নিয়ে এখনও ‘রেগে আছেন’ স্করসিস।
ফ্র্যান লেবোউইটজ বলেন, তিনি আমাকে অসংখ্যবার বলেছেন, ‘আপনি জানেন কোন বিষয়টির কারণে ট্যাক্সি ড্রাইভার নষ্ট হয়েছে? লালচে কালার টোনের কারণে। কালার টোন ঠিক করার জন্য স্টুডিও আমাকে যথেষ্ট সময় এবং অর্থ কোনোটিই দেয়নি। একারণেই এই ভয়ংকর অবস্থা।
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। ভিয়েতনাম যুদ্ধের পরে নিউ ইয়র্কের পরিবেশ ছিল ছবির পটভূমি। এক ট্যাক্সিক্যাব চালকের জীবন নিয়ে ছবির কাহিনি গড়ে উঠেছে।
১৯৭২ সালে জর্জ ওয়ালেস-কে হত্যার প্রচেষ্টা থেকে অনুপ্রাণিত হয়ে স্করসিস এই সিনেমা নির্মাণ করেছেন। অনেকেই এই সিনেমাকে মার্টিন স্করসিসের সেরা ছবি বলে মনে করেন।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া