সিলেটে ট্রাফিক পক্ষের প্রথম দিনের অভিযান : ১৫৭ যানবাহন আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২১, ৩:০৭:৪৭
স্টাফ রিপোর্টার : ট্রাফিক পক্ষ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে মোট ১৩৬টি মামলা ও ৯৮টি গাড়ি আটক করা হয়।
বুধবার (১৬ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ চেকপোস্ট পরিচালনা করে গাড়ি আটক করে।
পুলিশ জানায়, ট্রাফিক বিভাগের QRT টিম বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে ৭১টি মামলা ও ৩৮টি যানবাহন আটক করে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ৪৫টি মামলা ও ২১টি গাড়ি আটক করে।
গাড়িগুলোর মধ্যে সিএনজি ১০টি, মোটরসাইকেল ১১৩টি, প্রাইভেট কার ৭টি ও অন্যান্য ২৭টি গাড়ি আটক করা হয়। মামলা করা হয় সিএনজি ১১৩, মোটরসাইকেল ১১৩, প্রাইভেট কার ১৯, অন্যান্য ৭টি ।