করোনার চাপ কমাতে টানা ৩৬৫ দিন লেকের পানিতে ঝাঁপ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২১, ৮:০১:১০
করোনাভাইরাস থেকে মুক্তির পথ খুঁজছে পুরো বিশ্ব। তার জন্য কত জনে কত কী করছে। করোনাভাইরাসের মানসিক চাপ থেকে রেহাই পেতে এক বছর ধরে অদ্ভুত এক কাজ করে আসছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর এক ড্রাইভার।
ড্যান ও’কনর নামের ওই লোক করোনার চাপ থেকে মুক্তি পেতে টানা ৩৬৫ দিন জলে ঝাঁপ দিয়ে আসছেন। শনিবার লেক মিশিগানের জলে লাফিয়ে পড়ে এই অবাক করা কাণ্ডের এক বছর পূর্ণ করলেন তিনি।
ও’কনর জানিয়েছেন, গত বছর চাপ থেকে রেহাই পেতে শহরের উত্তর পার্শ্বে মন্ট্রোজ হারবারের লেকে লাফ দিয়ে এই অভিযান শুরু করেন তিনি।
তিন সন্তানের পিতা ওই ড্রাইভার বলেন, ‘এটা মহামারির সময়ে শুরু, এটা প্রতিরোধের সময় ছিল, এটা নির্বাচনের এক বছর… তাই এটি এমন কোথাও ছিল যেখানে আমি নেমে পড়ে সমস্ত আওয়াজ বন্ধ করে দিতে পারি এবং হ্রদে আমার সঙ্গে পুরোপুরি থাকতে পারি। তাতে জেনের কিছু মুহূর্ত খুঁজে পাই।’
তিনি লেকে ধারাবাহিক লাফ দিয়ে গেছেন। অবশ্য তার জন্য কম কষ্টও সহ্য করতে হয়নি তাকে। একবার শীতকালে এক বরফে জমে যাওয়া লেকে লাফ দিয়ে বিপদে পড়েন ও’কনর। বরফের মধ্যে আটকে যান তিনি। ২০ বার তার শরীরে ছিলেকে গেছে এবং কাটা গেছে।