জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২১, ৫:৩৭:৩৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৬ মে) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, উপজেলার পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক বৃদ্ধ মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুবাজপুর গ্রামের কাচা রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫), ছেলে অরুন রবিদাস (১১) ও এরালিয়া মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়া (৬৫)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন- সার্ভিস লাইন ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা যান। এছাড়া অপরজনের ব্যাপারে পল্লী বিদ্যুৎ জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।