পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস ২ ঘণ্টা পর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২১, ৬:০২:৫৬
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটে নদীতে পড়ে ডুবে যাওয়া মাইক্রোবাসটি দুই ঘণ্টা পর মঙ্গলবার বেলা দেড়টায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ গাড়ির চালক।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটে প্রচণ্ড ঝোড়ো বাতাসে পন্টুনের বেঁধে রাখার লোহার তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি সম্ভবত ঢাকা উদ্দেশ্য যাচ্ছিল। দুর্ঘটনা ঘটার আগেও গাড়িটি পন্টুনে র্যামের উপরেই ছিল। প্রচণ্ড ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে গিয়ে মাইক্রোবাসটি ছিটকে নদীতে পড়ে যায়।
গাড়িটি কালো গ্লাস থাকায় ভেতরে যাত্রী ছিল কিনা তা বাইরে থেকে দেখা যায়নি তবে গাড়িটি ডুবে যাওয়ার সময় চালকের সিটের পাশের জানালা দিয়ে চালককে দেখা গেছে। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য উদ্ধারকর্মী ঘটনাস্থলে এসে উদ্ধার শুরু করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে দ্রুত চলে আসে। ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়। উদ্ধারকাজে বিআইডব্লিউটিএ তাদের যন্ত্রপাতি ও জাহাজ দিয়ে সহযোগিতায় করে।
তিনি আরও বলেন, মাইক্রোবাসের ভেতরে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না। চালককে উদ্ধার করতে আমাদের উদ্ধারকাজ অব্যাহত আছে।