ট্রাম্পের বিরুদ্ধে ২ পুলিশ কর্মকর্তার মামলা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ৭:৫৭:২৫
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির দুই পুলিশ কর্মকর্তা। চলতি বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়। এছাড়া এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়।
ট্রাম্পের বিরুদ্ধে মামলার বিষয়ে পুলিশ কর্মকর্তা জেমস ব্লেসিংগেম এবং সিডনি হেমবি বলেন, তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দেয়ার অভিযোগ করেছেন তারা।
ওয়াশিংটনে ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় ওই কর্মকর্তারা বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তিদের ট্রাম্পের সমর্থক। তিনি তাদেরকে এই ভ্রান্ত অভিযোগ বিশ্বাস করাতে সমর্থ হয়েছিলেন যে, নির্বাচনে জালিয়াতির কারণে হোয়াইট হাউস থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন।
ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের একেবারে শেষের দিকে ইতিহাসের অন্যতম বিশৃঙ্খল ঘটনার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। ১৮১২ সালে যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এমন আগ্রাসনের সাক্ষী হয়েছে।
১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ ভাইস অ্যাডমিরাল স্যার আলেক্সান্ডার ককবার্ন ও মেজর জেনারেল রবার্ট রোসের নেতৃত্বে নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়া হয়।