মূল দল ভালো করছে না বলে তরুণ দল পাঠিয়েছে উইন্ডিজ: সাকিব
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৯:৫২:১০
করোনা শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের ১০ জন শীর্ষ ক্রিকেটার বাংলাদেশে আসেননি। দু’জন আসেননি ব্যক্তিগত কারণে। তাই বাংলাদেশ যে দলটার বিপক্ষে খেলছে সেটা একেবারেই তরুণ। যে তরুণদের বিপক্ষে বুধবার জয় দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
তবে এই উইন্ডিজ দলকে মোটেও দুর্বল ভাবতে নারাজ প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। কিয়েরন পোলাল্ড, জেসন হোল্ডারদের না আসাকে বরং সাকিব অন্যভাবে দেখছেন।
এদিন ম্যাচ শেষে সাকিব বলেন, ‘মূল দল বলতে কারা? ওদের মূল দলকে আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি, এখানে হারিয়েছি, ওদের দেশে হারিয়েছি। ওরা ভালো করছে না বলেই হয়তো এই টিমকে পাঠিয়েছে, যেন বেটার রেজাল্ট করতে পারে।’
বাংলাদেশ এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা ৬ ম্যাচে জয় পেল। ওয়ানডেতে দুই দলের শেষ ১১ দেখায় বাংলাদেশ জিতেছে ৯টিতে। এদিন মিরপুরের ম্যাচটির আগে দুই দলের সবশেষ দেখা হয়েছিল বিশ্বকাপে। যেখানে ৩২২ রান তাড়া করে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
সাকিব তাই বাংলাদেশে আসা দলকে নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে বলছেন, ‘আমার ধারণা আপনাদের যে চিন্তা ধারা, এটা সম্পূর্ণ ভুল। এভাবে চিন্তা না করা বেটার। আমরা রেসপেক্ট করি, যে টিমটা এসেছে। আমি মনে করি অনেক ভালো ক্রিকেট খেলার ব্যাপারে তারা সামর্থ্য রাখে।’
এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। গুটিয়ে দেয় ১২২ রানে। এরপর ৩৩.৫ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা।
প্রথম ম্যাচটা সহজে জিতলেও দলের প্রতি সাকিবের সতর্কতা, ‘আজকের উইকেটটা দুই দলের জন্যই কঠিন ছিল। আমাদের অভিজ্ঞতার জন্যই হয়তো আমরা ভালো খেলেছি। তার মানে এই না, পরের দুই ম্যাচ আমরা সহজে জিতে যাব।’
সাকিব ছিলেন বল হাতে দুর্দান্ত। ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। পরে ব্যাট হাতে করেন ৪৩ বলে ১৯ রান।





