সেই পাইলটের জন্য কাঁদছে ইন্দোনেশিয়ার মানুষ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২১, ১২:৩২:৫৮
ইন্দোনেশিয়ায় দুর্ঘটনায় পড়া বিমানের যাত্রীদের স্বজনেরা অপেক্ষায় আছেন বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হতে। কারণ, ধারণা করা হচ্ছে বিমানটির কোনো যাত্রীই আর বেঁচে নেই।
শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জাভা সমুদ্র সৈকতে পাওয়া গেছে আরোহীদের লাশের খণ্ডাংশও।
দ্য শ্রীবিজয় এয়ারের বোয়িং ৭৩৭ এর ফ্লাইটটিতে ৬২ জন যাত্রী ছিলেন। বিমানটির পাইলটের আসনে ছিলেন ৫৩ বছর বয়সী ক্যাপ্টেন আফওয়ান।
পাইলট হিসেবে সুপরিচিত ছিলেন ক্যাপ্টেন আফওয়ান। একই সঙ্গে ধার্মিক ও দয়ালু ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার জন্য শোকাহত ওয়েস্ট জাভার মানুষ।
বিবিসি ইন্দোনেশিয়াকে আফওয়ানের ভাতিজা ফেরজা মাহারধিকা বলেন, ‘আমরা শোকাহত, এরপরেও আমরা ভালো কিছুর আশায় আছি।’
তিনি জানান, তার চাচার শার্টটি ঠিকমতো ইস্তারিও করা হয়, ফ্লাইট ধরতে দ্রুত বের হয়ে গিয়েছিলেন তিনি। অথচ অন্যসময় পরিপাটি হয়ে বের হতেন তিনি।
এভাবে দ্রুত বের হতে হচ্ছে বলে তিন সন্তানের কাছে ক্ষমাও চেয়েছিলেন ক্যাপ্টেন আফওয়ান।
অনেক ইন্দোনেশীয়র মতো এক শব্দের নামে পরিচিত হয়ে ওঠা ক্যাপ্টেন আফওয়ান ১৯৮৭ সালে বিমানবাহিনীতে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে তিনি কমার্শিয়াল ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হন।
তার পরিবার ও সহকর্মীরা বলছেন, তিনি ছিলেন ধার্মিক মুসলিম। নিজ শহর ওয়েস্ট জাভায় প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় দেখা যেত তাকে।
ফেসবুকে তার প্রোফাইল ছবিতেও দেখা যায় ইসলামের প্রতি তার অনুরক্তের বিষয়টি। সুপারম্যানের ছবি যুক্ত করে সেখানে তিনি ক্যাপশনে লিখেন, ‘কত ওপরে উড়ছ সেটি বিষয় না, কিন্তু নামাজ ছাড়া তুমি জান্নাতে পৌঁছতে পারবে না।’
ফেরজা বলেন, ‘তিনি অনেক ভালো লোক ছিলেন। তিনি সব সময় জ্ঞানমূলক উপদেশ দিতেন। তার এলাকায় তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। দয়ালু কর্মকাণ্ডের কারণে তিনি বেশ পরিচিত ছিলেন।’
‘তাকে ফিরে পাব না এমনটা আমি বিশ্বাস করতে চাই না। আমার চাচার এবং আমাদের পরিবারের জন্য সবাইকে দোয়া করতে অনুরোধ করছি।‘
এদিকে সাগরে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটির ব্ল্যাকবক্সের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ব্ল্যাকবক্স দুটি শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।
ব্ল্যাকবক্সে দুর্ঘটনার আগের মুহূর্তের পাইলটের সর্বশেষ কথাবার্তা, নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে শেষ যোগাযোগের তথ্যসহ নানা বিষয় সংরক্ষিত থাকে। ব্ল্যাকবক্স উদ্ধার হলে জানা যাবে দুর্ঘটনার কারণ।





