গাড়ি পোড়ানোর ৯ মামলায় আসামি ৪৪৬
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২০, ৪:৪৭:০৮
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ২০ জনকে।
মতিঝিল, শাহবাগে ও পল্টন থানায় দুটি করে এবং বংশাল, ভাটারা ও কলাবাগানে একটি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে এসব মামলা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসামিদের বেশির ভাগ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। মতিঝিল থানায় করা মামলায় আসামিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনও রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে উত্তরার আজমপুরে যাত্রীবাহী আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
এদিন অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।