বাফুফে’র পুনঃভোটে তাবিথকে হারালেন মহি
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ৩:২১:০৯
তাবিথ আওয়াল (বাঁয়ে) ও মহিউদ্দিন মহি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে টাই হওয়া চতুর্থ সহসভাপতি পদের পুনঃ ভোটে জয় হয়েছে মহিউদ্দিন মহি’র।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুনর্নির্বাচনে ৬৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী তাবিথ আওয়ালকে হারান শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহি।
৩ অক্টোবরের নির্বাচনে সমান ৬৫টি করে ভোট পেয়েছিলেন তারা।
মূল নির্বাচনে সহসভাপতির চার পদের জন্য লড়িয়েছিলেন সাতজন প্রার্থী। এর মধ্যে নির্বাচিত হওয়া ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের।
একটি সহসভাপতি পদ শূন্য থাকায় এত দিন বাফুফের বিভিন্ন কমিটিও পূর্ণাঙ্গ করা যায়নি।
বাফুফের নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করে। সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং তিনজন সহ-সভাপতিসহ ১৫টি সদস্যপদের মধ্যে ৯ জনই জেতেন এই প্যানেল থেকে।