মার্কিন নির্বাচনে এবার আগাম ভোট প্রদানে রেকর্ড
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২০, ৩:১২:২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আগাম ভোট দেওয়ার সংখ্যা। এবারের নির্বাচনে স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ৮ কোটির বেশি মানুষ ভোট দিয়ে ফেলেছেন বলে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘ইউএস ইলেকশন প্রজেক্টের’ তথ্যে বলা হয়েছে।
গত এক শতাব্দীর বেশি সময়ের ইতিহাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে বলে দাবি ‘ইউএস ইলেকশন প্রজেক্টের’। তাতে দেখা গেছে, ২০১৬ সালের নির্বাচনে যে পরিমাণ আগাম ভোট পড়েছিল সে তুলনায় এবার ৫৮ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে।
করোনাভাইরাস মহামারি থেকে নিজেদের নিরাপদ রাখতে অনেক মানুষ ডাকযোগে বা আগাম ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ভোট দিচ্ছেন। ৩ নভেম্বরের আগেই ভোট দেওয়ার কাজ সেরে ফেলেছেন দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
করোনা মহামারি সত্ত্বেও এবারের নির্বাচন নিয়ে ভোটারদের ভোট দেওয়ায় বেশি আগ্রহ লক্ষ করা যাচ্ছে।
গত প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। এবার যে পরিমাণ আগাম ভোট পড়েছে তাতে সহজেই ওই সংখ্যা পেরিয়ে যাবে বলে অনুমান বিশেষজ্ঞদের। সেবার আগাম ভোট দিয়েছিলেন ৪ কোটি ৭০ লাখ মানুষ।
করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড ৯১ হাজার আক্রান্ত দেখেছে দেশটি। মৃত্যু হয়েছে ১ হাজার বেশি মানুষের।
ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে আক্রান্তের সংখ্যাটা অবশ্য আরও বেশি, ৯২ লাখ ১২ হাজার। আক্রান্তের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার।
কুড়িটি অঙ্গরাজ্যের দলীয় হিসেবে দেখা গেছে, ডেমোক্রেটিক দলের নিবন্ধিত ১ কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা ১ কোটি ১৫ লাখ। এ ছাড়া নিরপেক্ষ ভোটারদের মধ্যে আগাম ভোট দিয়েছেন ৮৮ লাখ ভোটার।