কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২০, ১:২২:২৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে বলে জানা যায়। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা কাজ করছে বলে জানা যায়।
উল্লেখ্য, বেশ কয়েকদিন যাবতই কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।