শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২০, ৯:৩৬:২৫
করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ আছে। শ্রীলঙ্কা সফর দিয়ে টাইগারদের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। যদিও নানা কারণে সে সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা ফিরুক না ফিরুক, ঘরোয়া ক্রিকেট ফিরবে মাঠে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জাতীয় দলের শ্রীলঙ্কা সফর হোক বা না হোক, ঘরোয়া ক্রিকেট শুরু হবে।
এ দিন মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন আমাদের কিছু অভ্যন্তরীণ প্ল্যান তো অবশ্যই আছে। এই সিরিজ যদি কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে। আমাদের কিন্তু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা দুটোই চালিয়ে যাব। যদি এই সিরিজটা করি তারপরও ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিসিবি সিইও বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি আয়োজনের ব্যাপারে কমিটেড, তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অংশ নেব এবং এটা আমরা এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের দুই বোর্ডেরই চেষ্টা চলছে সিরিজটি আয়োজনের ব্যাপারে। কোনো এডজাস্টের প্রয়োজন হলে আমরা করব। সে ব্যাপারে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যত দ্রুত শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের ফিডব্যাকটা যেন দেয়। সেভাবেই আমরা প্ল্যান করতে পারব।’