আসছে ভারতীয় পেঁয়াজ, মান নিয়ে সংশয়
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২:১৬:৪৬
রপ্তানি নিষেধাজ্ঞায় আটকে পড়ার চার দিন পর দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। তবে, গত কয়েক দিন আটকে থাকায় এসব পেঁয়াজের মান নিয়ে শঙ্কায় আছেন আমদানিকারকরা।
শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১৭ ট্রাক পেঁয়াজ প্রবেশ করে।
আমদানিকারক দুরুল হাসনাত বলেন, পেঁয়াজগুলো কয়েক দিন ভারতীয় অংশে আটকা পড়েছিল। মানও খারাপ হচ্ছিল। আজ সেগুলো আসছে। মান নিয়ে সংশয়ে আছি।
সোনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিং লিমিডেটের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এখন পর্যন্ত সাতটি ট্রাক এসেছে। এগুলো আগের খোলা এলসি’র পেঁয়াজ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম দেশ রূপান্তরকে জানান, দুপুর নাগাদ ১০ ট্রাক পেঁয়াজ এসেছে। প্রথম চালানে ৩৫-৫০ ট্রাক আসার কথা রয়েছে। তবে, কয়েক দিন আটকে থাকায় পেঁয়াজগুলোর মান নিয়ে সংশয় আছে।
আকস্মিক রপ্তানি নিষেধাজ্ঞা দিলে গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। পরে আগের খোলা এলসি’র পেঁয়াজ ট্রাকে পচতে শুরু করলে শুক্রবার নিষেধাজ্ঞা শিথিল করে ভারত। এছাড়া নিষেধাজ্ঞা শিথিল করতে ভারতে চিঠি দেয় বাংলাদেশ।
তবে, এ ক্ষেত্রে কেবল আগের খোলা এলসি’র পেঁয়াজ আমদানি করা যাবে। এই পেঁয়াজের পরিমাণ ২৫ হাজার টন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।