রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট কাল
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩:৩৪
সৌদি আরবের রিয়াদ থেকে আগামীকাল (৪ সেপ্টেম্বর) ঢাকায় বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি।
জানা গেছে, করোনায় ফ্লাইট বন্ধের কারণে দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী। তাদের ফেরাতে বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান। রিয়াদ থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩ হাজার ও ইকোনমি আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।
করোনার কারণে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।