যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদে এবার নারী প্রার্থীদের রেকর্ড
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ১:৩৮:২০
আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রতিনিধি পরিষদের নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
রাটগের্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকস শুক্রবার জানিয়েছে, প্রতিনিধি পরিষদে লড়ার জন্য এরই মধ্যে ২৪৩ জন নারী দলগুলো থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন। সংখ্যাটি আরও বাড়তে পারে। কেননা ১৩টি অঙ্গরাজ্য থেকে এখনো মনোনয়ন তথ্য পাওয়ার বাকি।
প্রতিনিধি পরিষদে এর আগে সর্বোচ্চ ২৩৪ জন নারী প্রার্থী লড়েছিলেন ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের সময়।
সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকস থেকে জানানো হয়েছে, ৩ নভেম্বরের নির্বাচনের জন্য যেসব নারী মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রিপাবলিকান প্রার্থী থেকে টিকিট পেয়েছেন ৭৪ জন, আর ১৬৯ জন পেয়েছেন ডেমোক্র্যাট থেকে।
এর আগে সবচেয়ে রিপাবলিকান দল থেকে সবচেয়ে বেশি নারী প্রার্থীর রেকর্ড ছিল ৫৩ জন, ২০০৪ সালে।
ডেমোক্র্যাট দল থেকে সবচেয়ে বেশি নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার রেকর্ডটি এখনো অক্ষুণ্ন রয়েছে। ২০১৮ সালে ১৮২ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল দলটি। ওইবার কংগ্রেসের প্রতিনিধি সভায় সবচেয়ে বেশি নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে প্রার্থী নির্বাচিত হন।
প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রায় এক-চতুর্থাংশেই নারী প্রার্থী জয় পান। এর মধ্যে ৮৮ জন ডেমোক্রেটিক ও ১৩ জন রিপাবলিকান।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রয়েছে ১০০টি আসন। সেখানে নারী আইনপ্রণেতার সংখ্যা সংখ্যা ২৬ জন; ১৭ জন ডেমোক্রেটিক ও ৯ জন রিপাবলিকান।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি ন্যান্সি পেলোসি। এই হাউসের ইতিহাসে প্রথম নারী স্পিকার তিনি।