দক্ষিণ সুনামগঞ্জে বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২০, ২:৫৮:১৯
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বন্যার পানিতে পড়ে ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম হুসাইন আহমদ(৪)। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের মো. রজব আলীর ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যায় বসত ঘরের বারান্দায় বন্যার পানি থৈ থৈ করছে তখন এই শিশুটি খেলা করতে করতে এসে পানিতে পড়ে স্রোতের টানে বাড়ির উঠানে তলিয়ে গিয়ে । তাৎক্ষনিক শিশুটির বাবা মা এসে তাদের উদ্ধার করে রাতে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনদফা এই আকস্মিক বন্যায় সুনামগঞ্জের মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জানমালের ও ক্ষতি হয়েছে। তো এই শিশুর মৃত্যুটি তাৎক্ষনিক দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় আজ শনিবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।