যুক্তরাজ্যে করোনায় মৃত্যু আরও ১৮৪ জনের : আক্রান্ত ১১১৫
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২০, ১২:৪২:৪৩
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮৪ জন।
এদিকে, গতকাল মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিলো ২৩৩ জন, সোমবার ৩৮ জন, রোববার ৩৬ জন, শনিবার ১৮১ জন, শুক্রবার ২০২ জন, বৃহস্পতিবার ১৫১ জন ও বুধবার ছিলো ২৪৫ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ১৫৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যানে হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১১৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১২৭৯ জন, সোমবার ছিলো ১০৫৬ জন, রোববার ছিলো ১৫১৪ জন, শনিবার ছিলো ১৪২৫ জন ও শুক্রবার ছিলো ১৫৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৯৯ হাজার ২৫১ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৭ জন, স্কটল্যান্ডে ৯ জন, ওয়েলসে ১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।
এদিকে, আক্রান্ত এসব রোগীর মধ্যে কতজন সুস্থ হয়েছেন এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২৮ জন, স্কটল্যান্ডে কেউ মারা যায়নি, ওয়েলসে ৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।