যুক্তরাজ্যে করোনায় আরও ৩৫৯ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০, ১:০৩:১৪
যুক্তরাজ্যে করোনায় মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় আরও ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার ছিলো ৩২৪, সোমবার ১১১ ও রোববার ছিলো ১১৩ জন। মোট মৃতের সংখ্যা ৩৯,৭২৮ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় আরও ১৮৭১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ছিল ১৬১৩ জন, সোমবার ছিলো ১৫৭০ জন ও রোববার আক্রান্তের সংখ্যা ছিলো ১৯৩৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ২,৭৯,৮৫৬ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডের হাসপাতালে আরও ৩২৮ জন, স্কটল্যান্ডে ১২ জন, ওয়েলসে ১৭ জন ও উত্তর আয়ারল্যান্ডে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, ইংল্যান্ডের পরিসংখ্যান গুলো কেবল হাসপাতালের মৃত্যু বলে জানা গেছে।