সুবিদবাজারে যুবক খুনের ঘটনায় মামলা হয়নি, আটকও নেই
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২০, ৩:২৮:২০
সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন আমির হোসেন (২৫) নামের এক যুবক। তিনি সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুবিদ বাজারস্থ পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা লাশ দাফন নিয়ে ব্যস্ত আছেন। দাফন শেষে তারা এজাহার নিয়ে এলে মামলা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনায় জড়িতদের আটকেও পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান ওসি সেলিম মিয়া।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বাইসাইকেল যোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন আমির হোসেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে বড় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।