লন্ডনে করোনায় প্রাণ হারালেন জগন্নাথপুরের রাজিব
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২০, ১১:০৫:৩৭
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজিব আহমেদ ভুইঁয়া (৩৪) নামের জগন্নাথপুরের এক প্রবাসী।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাড়ে তিন বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন রাজিব।
রাজিব জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুইঁয়ার একমাত্র পুত্র।
পারিবারিক সূত্র জানায়, এলাকায় সুপরিচিত ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ভুইঁয়ার একমাত্র পুত্র রাজিব আহমেদ ভুইঁয়া ভারতের রাজধানী দিল্লিতে পড়ালেখা করেন। জগন্নাথপুরের অধিবাসী, সিলেট নগরের পীরমহল্লায় বসবাসকারী শফিকুল ইসলাম ভুইঁয়া বর্তমানে সিলেটে নিজ বাসায়ই অবস্থান করছেন।
রাজিবের স্বজনরা জানান, গত সাতদিন ধরে জ্বর, স্বর্দি কাশিতে ভুগছিলেন তিনি। তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, রাজিবের মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েন।