কাতারে করোনা আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলের একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ৫:৫৬:১৯
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে কাতারের হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৫৭ বছর বয়সী ওই বাংলাদেশীর নাম দিলীপ কুমার দেব। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজডিহি এলাকার মহাজনবাড়ির বাসিন্দা এবং ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্সের মালিক।
দিলীপ কুমার দেব এর পরিবার জানায়, দীর্ঘদিন থেকে তিনি কাতারে অবস্থান করে কয়েকটি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। গত ১৬ মার্চ কাশি ও শাসকষ্ট নিয়ে তিনি কাতারের দোহার হামাদ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাস ধরা পরে। অবশেষে গত ২৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দিলীপের ছেলে হৃদয় দেব বলেন, ‘আমার বাবার ডায়াবেটিক ছাড়া তেমন কোনো অসুখই ছিল না। হামাদ হাসপাতালে যাওয়ার তিন দিন আগে একটি প্রাইভেট হাসপাতালে সামান্য কাশি ও শাসকষ্টের জন্য গেলে ফুসফুসে সমস্যা ধরা পরে। ডাক্তারের পরামর্শ নিয়ে ওইদিনই তিনি বাসায় চলে আসেন। পরে শাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় সরকারী হাসপাতালে গেলে সেখানে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।’
তিনি পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন জানান যে, তার বাবার লাশটি যেন দেশে আনার ব্যবস্থা করা হয়, শেষ অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য। প্রয়োজনে সব খরচ তারা বহন করবে বলেও জানান তিনি।