সিলেটে রাস্তায় পড়ে গেলেন ফিনল্যান্ডের নাগরিক, নেয়া হল কোয়ারেন্টাইনে
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ১২:০০:৫৬
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে হঠাৎ অসুস্থ হয়ে আর্ক (৪৫) নামে ফিনল্যান্ডের এক নাগরিক রিকশা থেকে রাস্তায় পরে যান। পরে পুলিশ ও শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের ডাক্তাররা এসে তাকে কোয়ারেন্টাইনে নেন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্টের রবি আউটলেটের সামনে এ ঘটনা ঘটে। ফিনল্যান্ডের এ নাগরিক রিকশায় করে হাওয়াপাড়া থেকে নয়াসড়কে যাওয়ার পথে পথিমধ্যে এ তিনি পরে যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কোতোয়ালী থানার এসি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মো. সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসকদের বিষয়টি জানালে ডাক্তাররা এসে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখেন।