ওয়ার্ল্ড ভিশন’র জনগণের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১:৪৬:০০
স্টাফ রিপোর্টার : ওয়ার্ল্ড ভিশন সিলেট সদর এপির আয়োজনে দু’দিন ব্যাপী জনগণের সম্মেলন শুরু হয়েছে। কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলার তাহের কমিউনিটি সেন্টারে গতকাল মঙ্গলবার সকালে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকা সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিগত বছরের কাজের পর্যালোচনা এবং আগামী বছরের করণীয় নিয়ে বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করা হয়।
সম্মেলন উদ্বোধন করে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভ‚ঁইয়া বলেন, ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পর্যায়ে শিশু কল্যাণে গৃহিত বিভিন্ন কর্মসূচি প্রশংসনীয়। নতুন বছরের জন্য গৃহিত সুপারিশমালা বাস্তবায়িত হলে শিশুদের সামগ্রিক উন্নয়নকে আরো বেগবান করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রসদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপি ম্যানেজার সাগর জন কস্তা, গোয়াইনঘাট এপি ম্যানেজার মিল্টন সিং, লাইভলিহোড স্পেশালিস্ট বিশ্বজিৎ সাহা, সিলেট এপির প্রোগ্রাম অফিসার জাবির আহাম্মদ নোমান, প্রোগ্রাম অফিসার প্রনয় পালমা, তাপসী রানী সরকার প্রমুখ।
জনগণের সাথে সম্মেলন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন সংগঠন, অভিবাবক, পেশাজীবীরা উপস্থিত ছিলেন।