দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অনাস্থা প্রস্তাব প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৯, ৬:১৯:২৬
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪নং চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদারের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবের অভিযোগটি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন ইউপি সদস্যরা । বৃহস্পতিবার দুপুরে চরনারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দন তালুকদারসহ ১০জন ইউপি সদস্য স্বাক্ষরিত এই প্রত্যাহারের আবেদনপত্রটি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফি উল্লাহ দাখিল দাখিল করেন। আবেদনপত্রে জানা যায়, ইউপি সদস্যরা গত ২৫ নভেম্বর চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রকৃতপক্ষে চেয়ারম্যান কোন প্রকার অনিময় আর দূর্নীতির সাথে সম্পৃত্ত নয় মর্মে গত ২৫ ডিসেম্বর চরনারচর ইউনিয়নের সকল গণমান্য ব্যাক্তিবর্গে উপস্থিতিতে এলংজুরী গ্রামে চেয়ারম্যানে বাড়িতে পরিষদের ১০ জন ইউপি সদস্যসহ এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সকল গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ১০ জন ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগটি সঠিক নয় মর্মে প্রতিয়মান হওয়ায় চেয়ারম্যানের সাথে তাদের ভূল বোঝাবুঝির অবসান হয়। পূর্বেকার দায়েরকৃত অনাস্থা প্রস্তাবের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। অভিযোগটি প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন, কমরেড অমরচাঁন দাস,রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজুয়ান হোসেন খান, চরনারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দন তালুকদার,ইউপি সদস্য প্রদীপ ভৌমিক,তপন ভৌমিক,আরজ আলী,ইউনুছ মিয়া,রুপক কুমার রায় চৌধুরী,সত্যবান বৈষ্ণব,মহিলা সদস্যা নাসিমা,মমতাজ বেগম,নান্টু শেখর দাস,নুনু দাস ও সাইদুর রহমান প্রমুখ।