ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ২:১৯:১৬

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ চতুর্থ তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় রোগী, স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ছুটাছুটি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।



