সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৩:০২:৫১

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ও বুধবার (৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী কার্যক্রম চালানো হয়।
বিজিবি বলছে, অভিযানে ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ি, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছ আটক করা হয়। এ ছাড়া চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



