সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:৩১:৫৬

সিলেটে শাহপরাণ থানাধীন খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়া ১ নং সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহতের নাম মো. মুন্না (২০)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বটেশ্বরগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মুন্না ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার চার যাত্রী।
সড়ক দুঘর্টনার খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



