হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর বালুচাপা দিয়ে আদালতে স্বামীর আত্মসমর্পণ
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ২:২৩:৩৪

হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বালুচাপা দিয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন রাজন মিয়া (৩০) নামে এক যুবক। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে মাধবপুর থানা পুলিশ রাজনের স্বীকারোক্তির ভিত্তিতে শাপলা বেগম (১৮) নামে ওই তরুণী গৃহবধূর বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে।
শাপলা নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। গ্রেফতার রাজন হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী গ্রামের কাজল মিয়ার ছেলে। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। এর পর থেকে তারা করড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায়ই এই তাদের মধ্যে ঝগড়া হতো।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝগড়ার একপর্যায়ে রাজন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ বালুর স্তূপে লুকিয়ে রেখে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে যান। পরে মাধবপুর থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, রাজনের দাবি, “শাপলা পরকীয়া করতেন। পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভে হত্যা করেছেন তাকে।”
তিনি আরও বলেন, “ মরদেহের গলায় শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বুধবার রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”



