সিলেটের ৫ হাজার শিক্ষার্থী পেল ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৯:১৯:২৫
সিলেট মিরর ডেস্ক : সিলেট সদর উপজেলার চার ইউনিয়নের ৫ হাজার শিক্ষার্থী পেয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ। এসব উপকরণের মধ্যে রয়েছে ৫০ হাজার খাতা, ৬০ হাজার কলম ও ৫ হাজার ছাতা। শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে গত মঙ্গলবার খাদিমপাড়ার জহিরিয়া মোম্বাউল উলুম উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু উপকরণ নয়, তাদের মনে পড়াশোনার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করবে। দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে এটি সহায়ক হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
স্কুলের প্রধান শিক্ষিকা সীতারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আতিক রহমান ও ইউপি সদস্য শাহজাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মকর্তা অ্যান্তনি রংদি বলেন, ওয়ার্ল্ড ভিশন সিলেট সদর উপজেলার টুকেরবাজার, কান্দিগাঁও, জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে কাজ করছে। ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য শিশু কল্যাণ। এছাড়াও ওই চার ইউনিয়নের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে বলেও জানান তিনি।