ট্রাম্প ন্যায্য যুদ্ধবিরতি আনতে পারবেন কি না—প্রশ্ন উঠল জেলেনস্কি-স্টারমারের সাক্ষাতে
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৬:৫১:১৩
আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভবনের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে দুই নেতা করমর্দন ও আলিঙ্গন করেন।
জেলেনস্কি পৌঁছানোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ন্যায্য যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারবেন? তবে জেলেনস্কি বা স্টারমার—কেউই প্রশ্নের জবাব দেননি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
দুই নেতার এই উষ্ণ আলিঙ্গন ছিল দ্বিপাক্ষিক সহযোগিতার একটি প্রকাশ্য প্রদর্শন। তবে পরিস্থিতি একই সঙ্গে গুরুতর। কারণ, শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ইউক্রেন ও ইউরোপের জন্য বড় প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা বলছেন, আজ ডাউনিং স্ট্রিটে যতই ক্যামেরা থাকুক না কেন, এই সপ্তাহের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ঘটবে কাল আলাস্কায়। সেই আলোচনায় স্টারমার বা জেলেনস্কি—দুজনের কেউই উপস্থিত থাকবেন না।
এদিকে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিনিধিদল ছাড়া শুরুতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন কেবলমাত্র দোভাষীদের উপস্থিতিতে ‘একান্ত’ বৈঠক করবেন। এরপর তাদের প্রতিনিধিদল নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে।
ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসোভ, পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব সমন্বয়কারী অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ, রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এবং উশাকভ নিজে।
ক্রেমলিন আরও জানিয়েছে, বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন হবে। ‘ইউক্রেন সংকটের সমাধান’ বৈঠকের মূল এজেন্ডা, যা নিয়ে আগের আলোচনার ভিত্তিতে এবার বিস্তারিত কথা হবে। এছাড়া বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ও আলোচনায় আসবে।