আইসিজে ইসরায়েলকে গণহত্যা বন্ধে নির্দেশ দিয়েছে
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ৮:৪৩:৫৪
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজের (আইসিজে) বিচারকরা ইসরায়েলকে গণহত্যা বন্ধে নির্দেশ দিয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে এ নির্দেশ দেন আইসিজে। তবে যুদ্ধ বন্ধের নির্দেশ দেননি জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত।
রায় প্রকাশের পর ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, বিচারকরা প্রকৃত ঘটনা ও আন্তর্জাতিক আইন যাচাই করে মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের আত্মরক্ষার তৎপরতা অব্যাহত রাখব। তিনি বলেন, ইসরায়েল চূড়ান্ত বিজয় অর্জন ও সকল জিম্মিদের ফিরে না আসা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখবে। এর আগে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার অভিযোগকে ভিত্তিহীন বলে সাব্যস্ত করে।
এদিকে এক মাসের মধ্যে ইসরায়েলকে এ আদেশের আলোকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কোর্ট হামাসের জিম্মিদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ও তাদের দ্রত মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন।
এ রায়ের ফলে দক্ষিণ আফ্রিকার আইনজীবীদের বিজয় ও ইসরায়েলের পরাজয় সাব্যস্ত হয়েছে এমনটিই মত দিয়েছেন বিশ্লেষকরা। এর ফলে যুদ্ধবিরতির সম্ভাবনাও দেখা দিতে পারে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর বর্তমান যুদ্ধের সূচনা হয়। হামাস ইসরায়েলে প্রবেশ করে ১৩০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৪০ জনকে জিম্মি করে নিয়ে আসে। তারপর গাজায় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ২৫,৯০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।