শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ৭:৪১:৪৭
শাবিপ্রবি (সিলেট) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের দুটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
শুক্রবার (০৩ জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষায় ৩১৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। তবে উপস্থিতির হার এখনও জানা যায়নি।
এদিকে আগামীকাল শনিবার (০৪ জুন) খ-ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ক-ইউনিটে দুই হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ঘ ইউনিটে এক হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ-ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট পাঁচ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।