আজ থেকে খুলেছে মাধবকুণ্ড
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২১, ৫:৩৪:১০
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : দীর্ঘ প্রায় পাঁচমাস বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে খুলেছে মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত। বৃহস্পতিবার দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র খুললেও নির্দেশনা না থাকায় খুলে দেওয়া হয়নি মাধবকুণ্ড।
শুক্রবার সকালে বন বিভাগের বড়লেখা রেঞ্জ কার্যালয়ে নির্দেশনা আসায় পর্যটকদের জন্য মাধবকুণ্ডে প্রবেশের ফটক খুলে দেওয়া হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১ এপ্রিল থেকে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। সম্প্রতি দেশব্যাপী লকডাউন প্রত্যাহারের পর শর্তসাপেক্ষে ১৯ আগস্ট থেকে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হয়। এই ঘোষণা শুনেই বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে নানা বয়সের পর্যটক মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় এসে ভিড় করেন। সকাল থেকে তারা মাধবকুণ্ডের ফটকে এসে জড়ো হতে থাকেন। কিন্তু ফটক ছিল বন্ধ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা পর্যটকদের খোলার নির্দেশনা না থাকার কথা বলে ফটক থেকে ফিরিয়ে দেন। পরে পর্যটকেরা কেউ আশপাশের চা-বাগানে ঘুরে সময় কাটিয়েছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে পাহাড়ি মাধবছড়া, চা-বাগান ও জঙ্গলের ভেতর দিয়ে মাধবকুণ্ডে ঢুকে কিছু সময় কাটিয়েছেন। আবার কেউ হতাশা নিয়ে ফিরে গেছেন।
মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘গেট খুলে দেওয়ায় আমরা সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি এখন পর্যটক আসেন তাহলে (পর্যটননির্ভর) ব্যবসায়ীরা কিছুটা হলেও দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।’
বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস শুক্রবার বেলা দেড়টায় বলেন, ‘শুক্রবার সকালে পর্যটকদের জন্য মাধবকুণ্ড খুলে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা আসে। এরপর দুপুর ১২টার দিকে পর্যটকদের জন্য খুলে দিয়েছি। পর্যটকদের নিরাপত্তার জন্য সেখানে পর্যটন পুলিশ ও বন বিভাগের বিট কর্মকর্তা এবং স্টাফ রয়েছেন।’