কঠোর বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য ডিজির
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ৮:৪১:৫৬
করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘লকডাউনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কথা বলছে। তবে আমরা লকডাউন বজায় রাখতে বলেছি।’
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ জুলাই ভোর ৬টা থেকে দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়। এ লকডাউন বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়ে স্বাস্থ্য ডিজি বলেন, ‘লকডাউনে আমাদের টিকাদানে কোনো সমস্যা হবে না। সব খুলে দিলে সংক্রমণ আরও বাড়বে। সংক্রমণ বাড়লে তো আমরা রোগীদের হাসপাতালে জায়গা দিতে পারবো না।’
তিনি বলেন, ‘মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। টিকার প্রাপ্যতা অনুযায়ী প্রতি মুহূর্তে পরিকল্পনাটি পরিবর্তন করা লাগতে পারে। আমাদের লক্ষ্য অধিক টিকা দেওয়া।’
অধ্যাপক ডা. খুরশীদ আলম জানান, এখন ক্যাম্পেইনে টিকাদানের বিষয়ে প্রস্তুতির প্রশিক্ষণ চলছে। আগামী ৬ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। ৬ তারিখ স্বাস্থ্যমন্ত্রী প্রেস ব্রিফিং করে গণটিকাদান ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত বলবেন।