টিকার দ্বিতীয় ডোজ নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত ডা. শাকিল
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২১, ৫:৫৩:২৪
টিকার দ্বিতীয় ডোজ য়োর পরও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাব প্রধান অধ্যাপক ডা. শাকিল আহেমদ। তার স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগে গত বছরও ডা. শাকিল আহেমদ করোনা আক্রান্ত হন।
ল্যাবে নিজেরসহ পরিবারের অন্য দুজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল আসে। স্ত্রী ও সন্তানসহ তারা বাসায় আইসোলেশনে আছেন।
ডা. শাকিল আহেমদ জানান, তিনি ইতোমধ্যে করোনা টিকার দুই ডোজই সম্পন্ন করেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে করোনা আক্রান্তের বিষয়টি জানান তিনি।
তিনি ফেইসবুকে লিখেছেন, ‘করোনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। অতিমারির শুরু থেকেই দিনরাত লেগে আছি করোনার সাথে। করোনাও মনে হয় আমাকে ছাড়ছে না। আজ কয়েকদিন হালকা জ্বর, গায়ে ব্যথা, গলা ব্যাথায় ভুগছিলাম। এতো ব্যস্ততা যে তা নিয়েই অফিস করছি। দুদিন আগে আমার স্ত্রী ছেলেদেরও একই লক্ষণ দেখা দেয়ায় আজ তাদের টেস্ট করালাম। তারা দুজনেই পজিটিভ। আৎকে উঠে নিজের টেস্টও করালাম। আমিও পজিটিভ। অথচ গতবছর মে মাসেই আমার করোনা পজিটিভ হয়েছিল। এ বছর দুই ডোজ ভ্যাকসিন নেয়াও শেষ করেছি। তারপরও আবার করোনা!! মনে হয় করোনা আর আমি দুজনে দুজনার হয়ে গেছি! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’