ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের মামলায় গ্রেপ্তার হেফাজত নেতা শাহীনুর পাশা চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৫:৩৩:১৪
হেফাজত ইসলামের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সাম্প্রতিক সময়ে ধ্বংসাত্মক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে শাহিনুর পামা চৌধুরকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তোলা হবে।’
এছাড়া ‘সুনামগঞ্জের সহিংসতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তার উসকানি ও মদদ রয়েছে। এছাড়াও তিনি রাষ্ট্রবিরোধী অপরাধীদের আইনি সহায়তাও দেন।’
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে হেফাজত নেতা শাহীনুরকে গ্রেপ্তার করে ঢাকার সিআইডির একটি দল।
সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।
এদিকে, শাহীনুরের গ্রেপ্তারের মধ্যদিয়ে সিলেট থেকে প্রথম কোনও হেফাজত নেতা গ্রেপ্তার হলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ-নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হয়েছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর।