যুক্তরাজ্যে পুরস্কৃত আসমা বীথির ‘গিত্তাল মি আচ্ছিয়া’
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৫:২৯:৪৪
যুক্তরাজ্যে পুরস্কৃত হলো আসমা বীথির প্রামাণ্য চলচ্চিত্র ‘গিত্তাল মি আচ্ছিয়া’। গারো জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তি জনিক নকরেককে নিয়ে আবর্তিত হয়েছে এর ছবিটি।
ডব্লিউআরপিএন উইমেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১–এ আউটস্ট্যান্ডিং এক্সিলেন্স বিভাগে পুরস্কৃত হয় বীথির প্রথম চলচ্চিত্র ‘গিত্তাল মি আচ্ছিয়া’।
পরিচালনার পাশাপাশি চিত্রগ্রহণ, গবেষণা, পাণ্ডুলিপি সামলেছেন আসমা বীথি। সম্পাদনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি।
এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র জনিক নকরেককে গারো বা মান্দি জনগোষ্ঠীর জীবন্ত কিংবদন্তি বলা হয়। গারোদের আদি ধর্ম সাংসারেক চর্চাকারীদের মধ্যে যে কয়েকজন বেঁচে আছেন, তিনি তাদের অন্যতম। জনিক নকরেককে অনুসরণ করতে করতে গোটা মান্দি সম্প্রদায়ের ছবি ওঠে আসে আসমা বীথির ক্যামেরায়।
‘গিত্তাল মি আচ্ছিয়া’ এর আগে দেশ-বিদেশের বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে।